আমাদের দীপা কর্মকার
আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশ জুড়ে প্রচণ্ড একটা তাপদাহ চলছে। জ্বর, অলিম্পিকের জ্বর!আর এই জ্বরটা আমাদের ত্রিপুরায় অনেকটাই বেশি! চারদিকে একটা দমচাপা আবহাওয়া! কারণটা আমাদের সোনার মেয়ে দীপা কর্মকার।
স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। প্রথম বাঙালি হিসেবে জিমন্যাস্টিকের কোনও বিভাগে মূলপর্বে পৌঁছলেন ত্রিপুরার এই মেয়ে।
অর্জনটা এর থেকেও বড় কারণ শুধু বাঙালি নয়, কোনো ভারতীয় এই কাজ আগে করতে পারেননি। নিজের তেইশতম জন্মদিনের আগের দিনই রিও অলিম্পিকে ভল্ট বিভাগে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন দীপা।
বুঝতেই পারছেন আমরা! প্রতিটি সেকেন্ড মিনিট উত্তেজনায় আমাদের দমবন্ধ অবস্থা। আজ রাতে ... ভাবা যাচ্ছে না! প্রত্যাশার প্রচণ্ড চাপ। নাহ্ এতো চাপ সহ্য করা যায় না! তার চেয়ে সবাই মিলে চিৎকার করে বলি, " দীপা জিতবেই! জিতবেই! জিততে হবেই। দেখিয়ে দাও তুমি নারীর পরাক্রম! নারী সবই পারে "!
Darun
উত্তরমুছুন