লেখা-লেখি

স্বাধীনতা দিবস : শোকদিবস

৪:০২:০০ PM 0 Comments





অদ্ভুত আশ্চর্য দিন আজ! এই ঝলমলে রোদের আনন্দঘন প্রকাশ, এই মেদুর ছায়ামেঘের বিষাদনীলিমা!
     আজ ভারতের গৌরবময় স্বাধীনতা দিবসের উদযাপন চলছে নিয়ম মাফিক। অনেক চাওয়া - পাওয়ার বেহিসেবি বেদনা, প্রত্যাশার অপূর্ণতা, তবু স্বাধীনতা! ভালোবাসার, গর্বের স্বাধীনতা।
তাই আজ সবাইকে জানাই শুভকামনা ও ভালোবাসা!
     আমাদের প্রতিবেশী মিত্রদেশ বাংলাদেশ। শুধু এটুকু বললে ভুল বলা হবে। আমাদের অনেকেরই শিকড়ের সম্পর্ক আর সেহেতু ভালোবাসার সম্পর্ক সেদেশের সঙ্গে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক অনন্য আলোকিত নাম পৃথিবীর ইতিহাসে! এমন মহাপ্রাণকে হটকারী চক্রের শিকার হতে হয়েছিল আজকের দিনে। কী অপরিসীম বেদনা। আজ শোকদিবসের অতলান্ত বেদনার দিন বাংলার! বঙ্গবন্ধুকে জানাচ্ছি শ্রদ্ধা! শোকাহত বাংলার সকল বন্ধুদের জানাই সমবেদনা ও ভালোবাসা!

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: