লেখা-লেখি

এখন বসন্ত

১:৫৮:০০ PM 0 Comments
















© সুনীতি দেবনাথ

খুব বেশি কিছু চাওয়ার ছিলো না
কারও কাছে পাবার প্রত্যাশাও না
নিজের দেয়াল বন্ধনে সেঁটে থাকা
অথবা বৃক্ষের কাঠগন্ধ খোড়লে
ইচ্ছে খুশি চলতে থাকা যায় আসেনা
দূরে থেকে শুধু গন্ধ পাবো শব্দ পাবো
না পেলেও যায় আসে না আমের বোলের
মিঠাস ঘ্রাণ স্বর্ণচাঁপার মাদক সুবাস
এ কেমন বসন্ত আগুনময়, পুড়ে ছারখার
পলাশ শিমূল ফোটার আগেই যায় যে ঝরে
মহুল ফুলের মাদক রসে হয় না মাতাল
সাঁওতাল পুরুষ বাজায় না ধামসা মাদল
তাদের ঘরের মেয়েগুলো খোঁপায় গুঁজে
গাঁদাফুল দুলিয়ে কোমর নাচে না আর
পূর্ণিমা রাত ঢলে বনের পথে লালমাটিতে
আগুন ঝরে প্রাণ পুড়ে ঝিম ধরা গাঁয়
কোন পথে যে ফাগুন এলো চলেও গেলো
শুকনো শালের মঞ্জরী আর পাতায় পাতায়
পেটের আগুন দ্রোহের আগুন ঝিমিয়ে শুধু
চোখের কোণে বাষ্প জমায় ঝর্ণা ঝরায়

কাজরী,
১ মার্চ ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: