লেখা-লেখি

রূপান্তর

১১:৩৮:০০ PM 0 Comments




© সুনীতি দেবনাথ 



স্বেচ্ছাচারী আগুন সূর্যটা দুপুর থেকে
ছুটে ছুটে পশ্চিম দিগন্তে গিয়ে ক্লান্ত
ম্লান পদক্ষেপে ধীরে ধীরে ডুব দিতে চায়
অন্ধকারে গৈরিক আবির ছিটিয়ে ছিটিয়ে
তারপর কোন কোনদিন শুরু হয় ঝড়
কালবৈশাখীর তুুমুল ঝড় বজ্রপাত বৃৃষ্টির চাবুক 
যত রাত এগোয় নক্ষত্রের কুচকাওয়াজ স্তব্ধ

নক্ষত্রের কুচকাওয়াজ স্তব্ধ
রাতের অন্ধকারে মহাকাশে
কোনও কোনও নক্ষত্র নিভে গেছে 
হারিয়ে গেছে মনে হয় হারিয়ে কি যায় কিছু
এতো শুধু পরিবর্তন কিংবা রূপান্তর
সারাটা বিশ্ব এক কমপ্যাক্ট অবস্থান
মানুষও হারায় না শুধু রূপান্তরিত হয়

কাজরী,
১৭ এপ্রিল, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: