লেখা-লেখি

জ্যোৎস্নার প্লাবন

৪:৪৮:০০ PM 0 Comments







© সুনীতি দেবনাথ

উঠোনে সশব্দে পড়লো জ্যোৎস্না
চমকে জেগে উঠলাম আমি

জানলা খুলে দেখি শব্দ নেই
উঠোনটা বাড়িটা ভাসছে
থৈথৈ চাঁদ ভাঙা রূপসী জোৎস্নায়
বাড়িশুদ্ধ লোক ঘুমের গহীনে
কেউ জানলো না শুনলো না
চাঁদে আজ প্রলয় মেতেছে
সব জোৎস্না তাই পৃথিবীর বুকে
ঝাঁপিয়ে দাপিয়ে তরঙ্গিত সমুদ্র
চাঁদ শুধু কলঙ্ক বুকে কাঁদে অনিবার
এমন চাঁদনি রাত
এমন কল্লোলিত জ্যোৎস্নার প্লাবন
কদাচিৎ আসে ভাসে পৃৃথিবী

কাজরী,
১২ মে, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: