লেখা-লেখি

জলপ্রপাত

৬:৫৫:০০ PM 0 Comments







জলপ্রপাত
--------------—---—-
© সুনীতি দেবনাথ

আমার চোখ দুটি দিয়ে অনবরত জলধারা ঝরছে,
অথচ আমি কিন্তু একটুও কাঁদছি না।
আমার অন্তরের গভীরতম প্রদেশে
কোনো অস্বাভাবিক বিপর্যয় ঘটেনি,
কোনো ফাটলও ধরেনি বরফ শীতল আস্তরে,
কোনো উষ্ণতার তাড়নাও নেই
যাতে করে বরফ গলবে অঝোরে জল ঝরবে।
অথচ আমার দুটি চোখে অনন্ত জলধারা
উৎস এর কোন জলধি জানি না।
দুঃখ পেলে  মানুষের দু ' চোখ জলধারা বহায়
আমি এমন কোনো দুঃখের আঘাতে বিচলিত নই
আমার অন্দরসজ্জার এক গোপন উদ্যান আছে,
সে উদ্যানে বৃক্ষ লতা ঝোপ  গোলাপের ঝাড় আছে,
তাদের কোনো জলাভাব হয়নি যে চোখ জল ঝরাবে।
তবে উস্কোখুস্কো বাতাসে চাপা সংবাদ ভাসে
 পৃথিবীর সময়  ভালো যাচ্ছেনা মানুষ বড় কষ্টে
যুদ্ধ দাঙ্গা - হাঙ্গামা চোরাগুপ্তা খুনখারাবি হচ্ছে,
শিশু বৃদ্ধ নারী অসহায় নিহত হচ্ছে,
রক্তস্রোত বইছে,  আবার কি একটা প্রলয়
একটা বিশ্ব যুদ্ধ হবে?  ক্ষুধার্ত মানুষ খাদ্য  শকুনের?
আমার দু ' চোখে অনবরত জল ঝরছে,
পাহাড়ি ঝর্ণার মত উথলে ঝাঁপিয়ে পড়ছে।

কাজরী,
১৮ এপ্রিল, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: