লেখা-লেখি

৯:৪৩:০০ PM 0 Comments






যাবো বললে কি আর যাওয়া হয়? হয় না তাই 
ফিরে ফিরে আসতে হয় মা তোমার কোলে, 
তোমার সবুজ আঁচলে ঝিকিমিকি তারা, 
 উদিত সূর্য তোমার কপালের টিপ, কপোলে
মধুর হাসি,  সাতনহরী নদীমালা ললন্তিকা হার
দোলে দোলে হাতছানি দেয় আয় আয় সোনা !
দুব্বো ঘাসের মাধুরী মেশানো কবুতরী গালিচায়
পেতেছো আসন পাকা ধানক্ষেতে ক্ষুধার অন্ন জুঁইফুলী
ফুলে ফুলে সাতরঙ গুনগুন গুঞ্জন পাখিদের কলরব
আকাশে স্বপ্নেরা মেঘপালকে মেলেছে মিহিন ডানা
রাজেন্দ্রানী জননী আমার তোমায় ছেড়ে চাইনা আমি
নন্দনকানন বেহেশত চাই তোমার কোলে শেষ ঘুম! 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: