লেখা-লেখি

মুক্তগদ্য— সোনালি ডানার চিল

৪:০১:০০ PM 0 Comments























© সুনীতি দেবনাথ 


জীবনানন্দ দাশের চিল আর দেখি না। নিঃসঙ্গ রাত একা একান্তে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে এখনো। শেষ রাত ধীরে বিভাবরী, জাগরণের, ঘুম আসে না। হঠাৎ উদ্দাম আন্দোলন, না বলা চলে ঝড়ো হাওয়ার মাতন। কাঁপছে থিরথির ঝরছে কুচি কুচি । শুয়ে আছি ঘাসেদের মোলায়েম বিছানায়। কল্পনার সবুজ ঘাসের মিহিকোমল আস্তরণ বিশেষে। দুহাতে সরিয়ে দিচ্ছি ঐ অন্ধকার কুয়াশার মোহজাল, নাকি অতীতের দরজা খুলছি। এক আকাশ খরখরে রোদ ! নীলবাহার কোথায় গেলো? আয় না ! আসে আরো রোদ ! প্রখর তপন তাপে দহনজ্বালা ! ঝালাপালা ! দূরে বহুদূরে কালো ক 'টি বিন্দু ...একটা চক্র, আবর্তিত হচ্ছে নেমে আসছে, চোখের লেন্স ছবি আঁকছে ! নামছে ...কয়েকটি চিল ঘুরপাক খাচ্ছে ! হায় চিল সোনালি ডানার চিল ...আমার অতীতের চিল, বর্তমানে অদৃশ্য। আর দেখা হবে না নিরালা ভবিষ্যতে অন্তহীন ঐ বর্তুলাকার আকাশের পরিসীমায়। সোনালি ডানা আর ত্রিকালের সমুদ্রের উপরে সাঁতার কাটবে না। পালক খুলে খুলে যায় ... সুখ যায় দুঃখ যায় প্রেম যায় প্রাণ ...সাঁতার কাটে নৈঃশব্দের অতলান্তে ... সোনালি রোদের বাস্তব হারিয়ে যায় পরাবাস্তবতার তীরে ... জেগে উঠি নিঃশব্দ নৈশঃব্দে ! হায় চিল, কল্পলোকের সোনালি ডানার চিল ... 


কাজরী,
৪ অক্টোবর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: