লেখা-লেখি

মহাধ্বংসের পর

১০:৪৪:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ

জলবিন্দুর মহাপতন চলছে
সারাদিন সারাক্ষণ
আকাশ অধিগৃহীত বাতাস ক্ষুব্ধ
স্বৈরিণী পৃথিবী মোহজালে আবদ্ধ
তবে কি সমাপ্তির ইঙ্গিত স্পষ্টতর
যেসব নারী দেহবৃত্তে সম্পূর্ণ মগ্ন
প্রার্থনায় ব্যাকুল এখন
' হে ঈশ্বর ক্ষমা কর '
আর ঈশ্বর নামক মহাকল্পিত সত্তা
নির্বিকার নিরাসক্ত
সেসব পুরুষ পৌরুষত্বহীন মেতেছিল
মেতেছে হত্যালীলায়
কাপুরুষের দল
এখন নতজানু ক্ষমা প্রার্থনায়
আকাশ কাঁদছে বাতাস কাঁদছে
পৃথিবী কাঁদছে মানুষেরা কাঁদছে
মহাধ্বংসের পর
আরেক নতুন পৃথিবী জ্বলজ্বল
জ্বলে উঠবে কি

কাজরী,
৬ নভেম্বর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: