লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার —পঁচিশ

১২:২১:০০ AM 0 Comments









রাত্রি শেষে
------------------
© সুনীতি দেবনাথ

রাত্রি শেষে ঐ দেখো হায়
অন্ধকার যে কেঁদে আকুল।
পূর্বাশার ঐ দিগবলয়ে
আলোর রেখা দেয় যে উঁকি—
এবার তবে মুখ ঢেকে নাও
নতুন পথে দেবে গো পাড়ি।

কাজরী,
৭ জুন, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: