গর্বিত এক কবি
© সুনীতি দেবনাথ
আমার ঝড়ো বিক্ষোভের কালে
পায়ে পায়ে স্পন্দিত মিছিলে মিছিলে
গর্জে উঠতো তাঁর কণ্ঠ, তাঁর গর্বিত
কণ্ঠের দর্পিত শব্দের লহর
আমার প্রতিটি লোমকূপে
অস্তিত্বের বসত ঘরে ঝড় —
ক্ষুব্ধ মাতাল ঝড় সোয়ানসীর সৈকতে
উত্তাল তরঙ্গ তোলে
আটলান্টিকের ঢেউয়ের ছোঁয়া নিয়ে
গর্বিত দর্পিত হুহুঙ্কারে
ভারত মহাসাগরে লুটোপুটি খেয়ে
আমাদের মিছিলে মিছিলে
গর্বিত জীবনের ঐকতান গেয়ে যেতো।
কৃষ্ণ আফ্রিকার কৃষ্ণ রক্তগোলাপ
শোষণের বিরুদ্ধে সংহত
একটি একক নিঃসঙ্গ প্রাণ
মুহূর্তে হয়ে যেতো আমাদের মিছিলে
হাজারো হাজারো বেঞ্জামিন মোলায়েজ!
কাজরী,
১ অক্টোবর, ২০১৬
0 comments: