লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার —চব্বিশ

১২:০২:০০ AM 0 Comments









ব্যতিক্রম
**********
© সুনীতি দেবনাথ

জানলাটা খোলাই থাক বন্ধ করোনা —
আসুক খোলা বাতাস,  একটুখানি রোদ।
যদি আকাশ - কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে
কয়েক ফোঁটা ঝরে যদি ঝরুক এখানে,
বন্দিশালার পাথর - বুক ভিজে গিয়ে
নহরভাঙ্গা অশ্রুধারায় অঝোরে বহুক না।

কাজরী,
৫ জুন, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: