লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার — তেইশ

২:৫৬:০০ PM 0 Comments








নেশার মত
****************
© সুনীতি দেবনাথ

একটা নেশার মত ভালোবাসা
এড়িয়ে যেতে গেলে যায় না মোটে,  
ফিরেই আসতে হয় তোমার কাছে
নেশা নেশা মেশা ভালোবাসায়।
অবশ হলে বিবশ হলে ঘুরেফিরে আসা
কবিতা তুমি আমার প্রথম প্রেম বন্য ভালোবাসা।

কাজরী,
৪ জুন, ২০১৬



SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: