ষষ্ঠপদীর ঝঙ্কার — বাইশ
গয়নার বাক্স
------------------------
© সুনীতি দেবনাথ
লাল গোলাপের পাপড়ি বিছানো আতরগন্ধী খোপে
আমার সুখ সুখ গয়নাগুলি সাজিয়ে রেখেছি।
বাক্সটা যখনই ছুঁই সারাটা শরীর শিউরে ওঠে
ছমছমিয়ে বিবশ হয়ে কাতরে নেতিয়ে পড়ে,
সুখেরা অজান্তে অশ্রুস্নাত দুঃখ হয়ে জমেছে কাতারে।
২মে, ২০১৬
0 comments: