লেখা-লেখি

যুদ্ধ চাই না শান্তি চাই

৬:০৯:০০ PM 0 Comments
















© সুনীতি দেবনাথ


মায়ের বাড়ির সামনা —
যুদ্ধ বিরোধী মিছিল গেলো সকালে
যুদ্ধ চাই না শান্তি চাই!
ধুকপুকুনি মায়ের বুক বলে
তাই তাই তাই,
যুদ্ধ চাই না শান্তি চাই!
প্রায় বিকেলে রান্নাঘরে
একলা মা রান্না করে,
টগবগ ফুটে ভাতের হাঁড়ি
যুদ্ধ চাই না শান্তি চাই!

সন্ধ্যেবেলা মায়ের একলা উঠোন
ভরে গেলো টৈ টম্বুর পড়শীজনে
অবাক মা ভাবছে একী!
কি হলো গো কথা বলো!
মুখে কেন কুলুপ আঁটা?
কাঁদছে দেখো কেমনতরো!
বারুদগন্ধে এলো গাড়িটা হুসহাস,
কে শুয়ে ঐ পতাকা ঢাকা কফিনে?
স্যালুট কেন হেই অফিসার?
খোকা আমার কোথায় জানো?
আমি যুদ্ধ চাই না শান্তি চাই,
আমার খোকাকে ঘরে চাই!

সবাই চুপ!
দেখাদেখি মাও চুপ!
যুদ্ধ চাই না শান্তি চাই
মায়ের চোখে মায়ের বুকে
আগুন জ্বলে!
যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই!
খোকারে বাপ, যুদ্ধ চাই না শান্তি চাই!

কাজরী,
২৫ সেপ্টেম্বর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: