ষষ্ঠপদীর ঝঙ্কার — আঠারো
সুপ্রভাত
----------------
© সুনীতি দেবনাথ
রুদ্ধ জানালার ওপারে তুই ডেকেই যাচ্ছিস
ওঠো জানালা খোলো, দেখো আজ সকালের সাজ,
মনটা বুঝি ছড়িয়েছো ঐ আকাশপটে মেঘলা কালো?
কি করে যে বুঝাই তোকে মেঘগুলি সব জমাটবাঁধা অশ্রকণা!
তবু গান গেয়ে যা বুলবুলি তুই এই প্রভাতে সব প্রভাতে,
তুই যে আমার শুকিয়ে যাওয়া গুলবাগিচার
সুপ্রভাত।
কাজরী,
২২ মে, ২০১৬
0 comments: