লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার — চৌদ্দ

৪:৪৩:০০ PM 0 Comments








সকাল আজ
--------------------
© সুনীতি দেবনাথ

এমন সকালকেই বুঝি সুপ্রভাত বলে!

একপশলা তুমুল বৃষ্টিতে স্নান করে
নরম রোদে পাতারা আহ্লাদের ঢেউয়ে দোলে। গ্রীষ্মের দাবদাহ মেঘমল্লারে আজ আমোদিত
আকাশটা নীলের গভীরে প্রশান্তি নিয়ে খেলে
এমন সকাল বুকের গভীরে স্নিগ্ধ ছায়া ফেলে।

কাজরী,
১৫ মে, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: