ষষ্ঠপদীর ঝঙ্কার — পনেরো
© সুনীতি দেবনাথ
তোর ঘূর্ণি নাচে ঘাগরা ঘুরে উড়নি উড়ে পাগলপারা,
নুপূর বাজে ছমছমাছম ঝমঝমাঝম সারাবেলা হায়!
সুর্মা আঁকা দু'টি চোখের তীক্ষ্ণ ছুরি হৃদয় করে ফালাফালা,
মরুর বুকে ঝড় তুলে তুই দিগ্বিদিক মাতিয়ে দিলি।
ও বালিকা আয় না এবার সবুজ বনে নদীর বুকে
মাতন তোলে শ্যামল শোভন রূপের মায়ায় স্নিগ্ধ হবি।
কাজরী,
১৬ মে, ২০১৬
0 comments: