ষষ্ঠপদীর ঝঙ্কার — তেরো
লজ্জা
© সুনীতি দেবনাথ
অন্ধকার করিডোরে চপলমতি এক বালিকা —
কোঁচড় থেকে মুঠো মুঠো আলোককণা ছিটিয়ে দিলো —
সকাল হলো, গাছের ডালে নহবতে পাখিরা সব সুর মেলালো,
চমকে উঠে ফুলকলিরা ফিকফিকিয়ে হেসে উঠলো।
সকাল হলো, রক্তে ভাসা ছেঁড়া আঁচল বালিকাটি
করিডোরে শুয়েই আছে, ফুল পাখি সব চুপ রইলো।
কাজরী,
১৩ মে, ২০১৬
0 comments: