লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার — তেরো

৪:৩২:০০ PM 0 Comments











লজ্জা

© সুনীতি দেবনাথ

অন্ধকার করিডোরে চপলমতি এক বালিকা —
কোঁচড় থেকে মুঠো মুঠো আলোককণা ছিটিয়ে দিলো —
সকাল হলো, গাছের ডালে নহবতে পাখিরা সব সুর মেলালো,
চমকে উঠে ফুলকলিরা ফিকফিকিয়ে হেসে উঠলো।

সকাল হলো, রক্তে ভাসা ছেঁড়া আঁচল বালিকাটি
করিডোরে শুয়েই আছে, ফুল পাখি সব চুপ রইলো।

কাজরী,
১৩ মে, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: