লেখা-লেখি

রাত্রির শেষে

৯:১২:০০ PM 0 Comments

















© সুনীতি দেবনাথ


শেষ রাতে সব রাত্রির অশ্রু মোচনের কাল।

প্রহরে প্রহরে সব নক্ষত্রের মুখ দেখে হতাশ
ক্ষুব্ধ রাত আপনার মাঝে লুকোতে চায়
বিষণ্ণ বিপন্ন আপনারই একান্ত বিবশ হৃদয়।
ব্যর্থ নিরাসক্ত অবসরে শেষে অঝোরে একান্তে
পার্বতী ঝোরার মত ক্ষোভ দুঃখ অপার বেদনার
অসীম অনন্ত কান্নাজল ঢেলে দেয় নিঃসঙ্গ পাথারে।

আমিও রাতের মত হতে চাই নির্লিপ্ত একান্ত উদাসী—
জানি যেসব নক্ষত্র উজ্জ্বল আলোর পশরা
আমার একান্ত আকাশে ছড়িয়ে দিয়ে যায়,
সে শুধু ক্ষণিকের মোহজাল খেয়ালী আলেয়া —
পথপ্রান্তে বৃক্ষহীন ছায়াহীন আলো - অন্ধকারহীন
কোন মাত্রা অবয়বহীন মায়াহীন ছায়া ছায়া কিছু।

অনিরুদ্ধ অনিকেত কেউ কোনদিন কোন কথা
 রাখেনি।
কোনদিন বাষ্পিত বাসনা হয়ে উদ্বেল একান্ত হৃদয়
অন্ধকার তমসার তীরে সবটুকু উজাড় করে দেয়নি,
দেওয়া যায় বলে বিশ্বাসও করিনি কোনদিন।
ততক্ষণ ঠিক ততটুকু সময় ক্রোধ ক্ষোভ দুঃখ
আনন্দের ঠিকানা হতে পারে যতক্ষণ অস্তিত্ব থাকে।

অস্তিত্বহীনতার পরপারে আমি নেই তুমি নেই কেউ নেই,
থাকে শুধু তরল আঁধারের ক্ষুদ্র ক্ষুদ্র রেণু কান্নার মতন।

কাজরী,
২০ সেপ্টেম্বর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: