লেখা-লেখি

যাত্রাপথ

৭:১৯:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ


হেমন্তের আলপথে হেঁটে যে চলে যায়
শীতের রুক্ষ নিরানন্দ বন্ধুর পথে
ফেরে না সে আর কোনদিন ঝরাপাতা মাড়িয়ে
সে জানে হেমন্ত শীতের ঠিক ততটা ব্যবধান
সুখ - আনন্দের মাঝখানে ক্রান্তিরেখার মতন।
নবীন বসন্ত আসে পত্রপুষ্পে সেজে তার জন্য নয়
অন্য কোন উদাসী পথিকের নতুন আনন্দ ঢেউ হতে।
হৈমন্তী বিকেল আসে আলগোছে এলোমেলো করে দিতে
বৃদ্ধ কেশরাশি হিমেল কুয়াশা ভেজা হাতে
শীতের শীতল হাত ঝেড়েপুছে নেয়
ভাঙ্গা আরশির শতেক টুকরো মানুষের খণ্ড
যাবার পথ ঘরমুখো হয় না কোনদিন কোনকালে।

কাজরী,
১৯ সেপ্টেম্বর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: