পথ চলেছে ভাংমুন
[ফটোগ্রাফ ঃঅরূপ দেবনাথ, ধর্মনগর, ত্রিপুরা ]
© সুনীতি দেবনাথ
ঐ যেখানে পাহাড়টা মুখ গুঁজে বসে
পাশ দিয়ে তার পথটি চলে সেগুন বনের পাশ দিয়ে
আকাশ চড়ার সিঁড়ির মত পথটা চলে একলা পথে ।
মোড় ঘুরতেই ঐ বাড়িটা – কাদের বাড়ি ? দরজা খোলা ?
উঠোন পারে নাম না জানা কেমন একটি ফুলের গাছ ,
ফুল ফুটেছে হলুদ হলুদ যেমনতরো ঝিঙেফুল,
তার ওপাশে নয়নতারা আলোকঝরা দোল দোল ৷
কেউ ঢুকেনা বেরোয়না কেউ দরজা যদিও হাট করা –
পথ উঁকি দেয় থমকে দাঁড়ায় - আবার চলে ৷
ওদিক থেকে খারাং পিঠে দুলকি চালে পাহাড়
ভেঙ্গে কে আসে ঐ চুলে গুঁজে লাল ফুল ?
এক যুবতী পাছড়া পরা ঘেমে নেয়ে আসছে দেখো ৷
আসছে দেখ ঠুমকি চালে, পথ পড়ে রয় পথের উপর,
নারীর চোখে ভ্রূকুটি, ধাপে ধাপে লাফিয়ে ওঠে
দরজা পানে দ্রুত যায় ৷ একটুখানি এগিয়ে গিয়ে
পথ পেলো এক যুবক পুরুষ, পাথর কুঁদে তৈরী পেশী,
উদোম গায়ে গামছাপরা বটগাছেতে হেলান দিয়ে
আলসে যেন মূর্তিমান – মুখ তোলে ঐ আকাশ দেখে
পাতার ফাঁকে ডালের ফাঁকে চিত্রার্পিত মুখটি তার –
যেন আকাশ দেখার জিম্মেদারি কেউ দিয়েছে সঁপে তাকে,
তাই পাথর হয়ে চেয়েই থাকে কি দেখে তা সেও জানেনা ৷
পথটা আবার চলতে থাকে ঢলতে থাকে
উপর পানে উঠতে থাকে, হঠাৎ এ কী !
পথের পিঠে ঝরঝরিয়ে ঝর্ণা নামে
নামতে নামতে নৃত্যপরা আকুল হয়ে,
পাহাড় খাঁজে লতাবিতান বিছিয়ে রাখা
লকলকে ঐ শাখায় শাখায় বেগনিপাতা চোখ ইশারায়
কি যে জানায় কেউ জানেনা, পথও তার ভাব বুঝেনা ।
হলুদ সাদা ফুলের থোকা
দুলছে কেবল দোল দুলুনি সাথে মেশে
বুনো ঝিঁঝির তীক্ষ্ণ সুরের শিষের ধ্বণি ।
গাইছে পাহাড় গাইছে বন লতাপাতা সবাই মিলে
একই সুরে ঐকতান পথ শুনে তা উদাস হয়ে ।
শুনে শুনে বিবশ হয়ে পথ তাকালো উল্টো পাশে
ধোঁয়াটে নীল পাহাড় শ্রেণী মত্ত হয়ে ঢেউ তোলে
ষেন তরল নয় কঠিন জমাট তরঙ্গেরই সাগর এক –
ওটাই নাকি মিজোরাম, আকাশ ভাঙ্গা সাদা মেঘের
মিলনমেলা পাহাড় শিরে। উঁচু থেকে আরও উঁচু।
পথ চলেছে এঁকেবেঁকে দীঘল এক সাপের মত,
হঠাৎ শুনি পথের ঢালে ঐ পারেতে গির্জেবাড়ির ঢং ঢং
লুসাই মেয়ে লুসাই ছেলে গিটার হাতে হাসতে হাসতেপড়ছে ঢলে ।
দেখ দেখ রঙের বাহার একে দেখ ওকে দেখ, কোথায় এলাম ?
ঘরবাড়ি সব সাফসুতরো পাহাড় ঢালে ছবির মত,
মাঝে মাঝে মেঘ এসে কুশল শুধোয় কেমন আছো ?
কোথায় এলাম বিদেশ নাকি –ওমা এ যে ভাংমুন!
কাজরী,
জানুয়ারি, ২০১৪
[ ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক ছোট্ট রাজ্য।
এই রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার সৌন্দর্যনিকেতন জাম্পুই হিলস্ ত্রিপুরার
ভূস্বর্গ।ভাংমুন ওখানকার সমৃদ্ধ জনপদ।তারই যাত্রাপথের স্মৃতিচিত্র।]
0 comments: