সমঝোতা
© সুনীতি দেবনাথ
তাহলে সমঝোতা করে নিতেই হয় —
শুনুন ঈশ্বর আল্লাহ্ লর্ড, সমঝোতা যদি
করতেই হয়, তাহলে খোলামেলা বলছি
এমন কোন দুর্বলতা আমার নেই,
আমি জীবনকে ভালোবাসি মৃত্যুকে ভয় পাইনা
এতো জানাই আছে! নতুন কথা মোটেই নয়।
কথা হচ্ছে আমি মানুষকে আর মানুষের এই পৃথিবীকে ভালোবাসি। এই আমার ধর্ম,
যা আমাকে প্রাণিত করে, উজ্জীবিত করে।
এই আমার সমঝোতার একমাত্র শর্ত।
কাজরী,
১৫ ডিসেম্বর, ২০১৫
0 comments: