লেখা-লেখি

সমঝোতা

৪:৩৭:০০ AM 0 Comments











© সুনীতি দেবনাথ

তাহলে সমঝোতা করে নিতেই হয় —
শুনুন ঈশ্বর আল্লাহ্ লর্ড,  সমঝোতা যদি
করতেই হয়, তাহলে খোলামেলা বলছি
এমন কোন দুর্বলতা আমার নেই,
আমি জীবনকে ভালোবাসি মৃত্যুকে ভয় পাইনা
এতো জানাই আছে! নতুন কথা মোটেই নয়।
কথা হচ্ছে আমি মানুষকে আর মানুষের এই পৃথিবীকে ভালোবাসি। এই আমার ধর্ম,
যা আমাকে প্রাণিত করে, উজ্জীবিত করে।
এই আমার সমঝোতার একমাত্র শর্ত।

কাজরী,
১৫ ডিসেম্বর, ২০১৫



SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: