আমার আমি
© সুনীতি দেবনাথ
বাউল তোর একতারাটা যেদিন দিলি
সেদিন থেকে আমি আর আমার আমি
স্বরে সুরে কোন বিবাদে হারিয়ে গেলাম
উদাস হলাম বিবশ হলাম আনমনেতে।
আমার ভেতর অন্য আমি গোল পাকায়
আবোলতাবোল ভাবনাগুলো ঘোঁট পাকায় —
স্তব্ধ রাতের চৌকাঠে বসে শুনি একতারা বাজে
বিষম সুর জীবন মৃত্যুর মিশেলে পুরাতত্ত্বেও নবীন।
আমার যত পলিমাটি তার নির্যাসে জন্ম নেয় সে,
তাকে এই আমি জানিনি চিনিনি কস্মিনকালে।
এই আমি রাতজাগা প্রহরে স্তব্ধ সুরে নিমগ্ন,
সেই আমি দাদরা তালে উচ্ছল নৃত্যে
জোছনায় স্নান করে!
উদ্ভাসিত আলোর প্রাখর্য এড়িয়ে এই আমি
গোপন মহলে লুকোতে কেবল চাই,
সে আমাকে নিয়ে যেতে চায় দ্বিপ্রাহরিক
আলোয় মরুনগরী জয়পুরী স্থাপত্যে।
এই আমি অনস্তিত্বের এককোণে চুপিচুপি শুনি
উদাসী বাউল সুর লালমাটির নিরালা পথের,
সে কেন যে অস্তিত্বের চাতালে নবরসে উতলা!
দুই আমির সমতালে নৃত্যে যুগলবন্দীর তালভঙ্গ শুধু!
কবিতার ধারে কাছে এই আমি ভুলেও ঘেঁষি না,
সেই আমি যা বলে তা কবিতার চরণ শুধু হয়।
এই আমি ভাসাই নিজেকে ভাটি স্রোতে অবহেলে
সে কেন যে উজানে সাঁতার কেটে মৌলে যেতে চায়?
দ্বন্দ্বে পড়ি কে যে সত্যি সে নাকি এই আমি —
দেখে সে খিলখিল হাসে শুধু দিয়ে হাততালি!
কাজরী,
১৪ অক্টোবর, ২০১৫
0 comments: