এখন বৃষ্টি
এখন বৃষ্টি
এখন সারাদিন বৃষ্টি
তোড়ে জল এলো
পথঘাট উঠোন বারান্দা
থই থই খেলে |
এখানে সারারাত বৃষ্টি
আকাশের সামিয়ানা ছেঁড়া
অঝোর বৃষ্টি অনাসৃষ্টি
বৃষ্টির জল নাকি অশ্রু
সব জঞ্জাল ধুয়ে নেবার !
জলে ভাসা ঘরদোর
আনাচ কানাচ তাই
সেউতি নিয়ে সিঁচতে গেলাম
ঝর ঝর বালি
দিগন্তজোড়া মরু কান্তার
বৃষ্টিও ভেজাতে পারেনা
বালুকার মন
বৃষ্টিও নেভাতে পারেনা
মনের আগুন |
0 comments: