লেখা-লেখি

ঘূর্ণিপাক

৪:১৬:০০ AM 0 Comments


















© সুনীতি দেবনাথ
 

অস্তিত্ব জুড়ে মাতন তুলেছে ঘুর্ণিপাক
ঘুরছে জগৎ ঘুরছো তুমি ঘুরছি আমি।
আমরা কি বদলে যাবো?
বলো বদলে যাওয়া কি এতোই সহজ?
বিশ্বাস তো হয়না
বিশ্বাস তো হয় না!
তোমার সবুজ প্রাণের প্রতিটি বিন্দু কণা
সবুজ ক্লোরোফিল,  আমার মৃত কোষে
ঝড়ের দুন্দুভি বাজিয়ে মত্ত বোশেখীর
কাল বোশেখীর অদ্ভুত নাচন জাগাতো
ভুলে যেতাম আছে দুঃখ আছে সুখ
মৃত্যুর মৃদুল হাতের অনিবার্য ছোঁয়া।
পুরোনো আস্তানা ছেড়ে অন্য বসতির
অন্য এক নতুন পথ হাতছানি দিতো।
সব কিছু মিথ্যাচার মনে তো হয় না,
তবু ঘূর্ণির ঘুর্ণন ওঠে অস্তিত্ব জুড়ে।

সুখের মিহিন আঁচল আমার ঘরদোরে
কোনদিনই আলতো আহ্লাদে উড়েনি
সে তুমিও জেনেছিলে বলিনি যদিও
দুঃখের আদিগন্ত পশরা আমার
তুমি নিতে চেয়েছিলে ঝেড়ে পুছে
কি করে উজাড় করে দিই বলো?
সুখ নেই দুঃখ নেই থাকে শুধু শূন্য
অনুভূতির দ্রোহহীন দাহহীন অন্তহীন
বিবর্ণ আকাশের বিস্তীর্ণ প্রসার
আমাকে এমন নিঃস্ব করে দেবে তুমি?
তুমি সব বিষ কণ্ঠে নিয়ে নীলকণ্ঠ পাখি
তাও কি হতে পারে, হয় কোনদিন?
জানি তুমি মুক্ত ছন্দ আন্দোলিত ঝড়
পুরোনোকে ভেঙ্গেচুরে গড়ে নিতে চাও
নতুন আরেক পৃথিবী, নষ্টদের নত করে
আরেক আকাশে মেলে দেবে সৃষ্টির
উদ্দাম ডানা, সবল উড়ালে মেঘেদের
ঘরবাড়ি পেরিয়ে সন্ধ্যা এলে যাবে
 নক্ষত্রের আলোর নিশানায়
সারারাত আলোর ভাষায় কথা বলে
পুবের ভোরালি রোদ গায়ে মেখে
মুঠোভরা রোদ নিয়ে আমার জানালায়
হাসির ফোয়ারা ঝরিয়ে কুশল শুধোবে।

আজ এই দ্রোহকালে, আজ এই প্রমত্ত
ঝড়ের আদিগন্ত আক্রোশের ঘূর্ণির
উদ্ভ্রান্ত সময়ে, আলোর পাখি তুমি
গান থামিয়ো না, মন্দ্র ভৈরবের তান
প্রবল বন্যার মত ছড়িয়ে দাও মাটিতে
আকাশে বাতাসে ঊর্ধ্বে মহাকাশে।
আমি মৃত্তিকার কন্যা আলো আলো
চোখ মেলে সব ভুলে তোমাকে দেখে
সুখ দুঃখ যাপিত জীবনের গ্লানি ভুলে
সব ভুলে বিস্ময়ের হাসি হেসে যাবো ।

কাজরী,
১২ মার্চ, ২০ ১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: