লেখা-লেখি

বিশ্ব নারীদিবস ও নিলুফার বেগম

২:০০:০০ PM 0 Comments
















© সুনীতি দেবনাথ

নষ্ট চাঁদ মুখ লুকোয় মেঘের আঁচলে
রাত চলে পাল তোলে
 অথৈ জলের অন্ধকারে
দিন শুধু    আগুন   ঝরায়।
ও মেয়ে তুই আর কতদিন
আর কত কাল
নাজমা বিবির মত
বোরখা টেনে নিজেকে লুকোবি?
তোকে নিয়ে  কত না কাব্য
কত শত নীল ছবি
বেল্লেলাপনার আস্ফালন।
সত্য কথা  বল্
ভাল লাগে কি না
তোর মেক্আপ মুখ?
আসলকে ঢেকে নিয়ে
চোখকে  আড়াল করা চোখ
রঙে আঁকা নজর.:?
নষ্ট তো হতেই হয়
ইচ্ছে  অনিচ্ছেয়
যেমন সেদিন নষ্ট হল
ওপাড়ার নিলুফার বেগম
তিন তালাকের ঘায়ে।
ঘরে যেতে ঘাটে গেল
নিলুফার বেগম
ঘাটে  গিয়ে বিক্রি  হল
মুনাফাটা কার?
সেদিন জানেনি নিলুফার
কোনদিন জানে না কোন
 নাজমা অথবা জাহানারা খাতুন
কত ধানে কত চাল
কত  দরে বিক্রি  হয়।
কোন সওদাগর
কার ইশারায় ফুল মেয়েটিকে
ঝরিয়ে  ঝরিয়ে কোন
চান্দ্র মাসের নষ্ট প্রহরে
কেনাবেচা করে
দুবাই সৌদির হাটে
চলাচল কালে বোরখাও
বড় কম ইজ্জত সামলাতে ।
নাজমা নিলুফার জাহানারা
অথবা কণিকা  কাজল মণিকা
আর স্বপ্নের ছবি আঁকেনা।
বিশ্ব নারী দিবসে অন্ধকার খোঁজে।
অজানা  নম্বরে  আমন্ত্রণ
আশ্চর্য ভ্রমণে নর্ম সহচরী
নাচা গানা খানাপিনা প্লাস
একাউন্ট পেয়ি  চেক ...
আত্মা বিক্রির রমরমা বেওসা !

কাজরী ,
৫ আগস্ট, ২০১৪

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: