বুঝিনা কেন বুঝিনা
© সুনীতি দেবনাথ
বুঝি না কেন বুঝি না
কেন সুখ কাঁদায় দুঃখ হাসায়
কূল পাই না কিনার পাই না।
' হৃদয়ের একূল ওকূল দু'কূল গেলো '—
সবকূলহারা যাবো কোথায়?
স্বজন যত বিরূপ হলো
শত্রু মিত্র হলো না,
এবার কোন কূলে ভিড়াই তরী—
বুঝি না কিছুই বুঝি না।
শূন্যে আসা শূন্যে যাওয়া
মধ্যিখানে ভেল্কিবাজি,
ভেল্কিবাজি জেনেও মজি
শূন্য নিয়ে হাসি কাঁদি,
ও দরদী, বুঝেও কেন বুঝি না।
শূন্য যদি আকাশ হয় —
' ঐ আকাশে আমার মুুক্তি আলোয়... '
আকাশ কেন চাইবো তবে?
আলোর স্রোতেই ভাসলে চলে,
ও সখা, জটিল অঙ্ক বুঝি না!
কাজরী,
১০ জানুয়ারি, ২০১৬
0 comments: