আকাশী
© সুনীতি দেবনাথ
কবিতার পথ হেঁটেছি বারবার বহুবার —
সব পথ মিশে গেছে একই নিশানায়
এখন পা বাড়াতে চাই অচেনা ভিন্ন পথে
পাশে শুয়ে ছোট্ট নদী খোলা বুকে হাহাকার
গ্রাম গেরস্থালি নেই কোলাহলও নেই
জনমনিস্যি হারা একাকী প্রান্তরে
অলৌকিক কুয়াশা শুধু প্রাচীন রেখাচিত্রে
হৈমন্তীক ছায়াধূপে কিছু এঁকে যায়।
এবার হৃদয় খুলে মেলে দেয়া শিরিশ তলায়
আর্দ্রতা বিলীন হবে বাষ্পিত চত্বরে থরেথরে।
একা এক কিশোরী মেয়ে সারাটা বেলা যেন
আনমনে আকাশ দেখে অনিমিখে
উড়িয়ে চুল আঁচল উড়িয়ে সন্ধ্যে হলে
আকাশে আকাশ হয়ে আকাশলীনা হলো।
আণবিক উৎক্ষেপণে শিরিশ ইউক্যালিপটাস
আরো সব গাছের মাথা ছাড়িয়ে সে চলেই গেলো।
কাজরী,
৭ জানুয়ারি, ২০১৬
0 comments: