লেখা-লেখি

আপনাকে বলছি

৪:৫০:০০ PM 0 Comments
















© সুনীতি দেবনাথ

আপনি কেমন আছেন? ভালো তো?
কতদিন কোন যোগাযোগ নেই বলুন —
হ্যাঁ, অনেক অনেক দিন পেরিয়ে গেছে!
আমিও কিছু বলিনি, আপনিও একদম চুপ।
আজ বলছি শুনুন আমি ভালো নেই মোটে,
ভালো থাকাটা কারও মর্জি নির্ভর নয়
বিষয়টা আপনি খুব ভালো জানেন নিশ্চয়—
ব্যক্তির ইচ্ছে নির্ভর ভালোথাকা নয় এও জানেন।

এখন সময়টা বড় বেচাল, দিন সব আসে বিমর্ষ মুখে
এখন সারাটা পৃথিবীর দশদিগন্তে ক্রুদ্ধ সন্ত্রাসী হাওয়া
হিসহিসিয়ে মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরে আড়ালে আবডালে,
সারিবদ্ধ লাশ শিশু বৃদ্ধ নারী পুরুষের পড়ে থাকে,
ব্যঙ্গ করে একবিংশ শতাব্দীর নির্মম অসভ্যতাকে।
আপনাকে বলা হয়নি এক বোবা কান্না আমাকে
কব্জা করে ফেলে বড় অসহায় আমি কেঁদে ফেলি,
মানুষ এগোতে গিয়ে পা হড়কে এ কোন পথে  চলছে?
আলোর দিগন্তে যেতে এমন আকাট অন্ধকারে
আদিম পশুত্বে পশ্চাদ্গমনকে কি সভ্যতা বলে?
পশুদের কাছাকাছি থাকা আদিম মানুষও তো
এমন বর্বর ছিলো বলে মনে হয় না, এমন রক্ত পিপাসু
বর্বরতা একবিংশ শতাব্দীর একান্ত আপন সম্পদ।

আমি ভালো নেই, ভালো থাকা বিষম কঠিন,
জানি আপনিও ভালো নেই, ভালো থাকা যায় না।
ধর্মের জিগির তুলে একদল মানুষ হত্যা করছে,
রক্তস্রোত প্রবাহিত করে চলেছে নির্বিকার হয়ে।
বলুন তো এমন কোন ধর্ম আছে যার তৃষ্ণা মেটে
ভিন্নধর্মীয় মানুষের টগবগে লাল রক্ত স্রোতে?
মানুষের খুনে লাল তেমন ধর্মকে আমি বলবো
নিপাত যাও, ভালোবাসাই তো শ্রেষ্ঠ ধর্ম জানি!
যুগ যুগ সঞ্চিত প্রজ্ঞার উত্তরাধিকার আজ ব্যর্থ?
বহুকালের মণীষার সাধনা তুচ্ছ প্রতিভাত হবে?
এ কেমন সভ্যতা যাতে মনুষ্যত্ব বিপর্যস্ত ধ্বস্ত,
প্রেম নয় বিদ্বেষের মত্ত দৃপ্ত নিষ্ঠুর দাপাদাপি?
বলুন এমন নষ্ট ঘৃণ্য ক্রান্তিকালে কে ভালো থাকে,
না আমি না আপনি না সে, কেউ ভালো থাকে না।

এক ভয়াল অন্ধকার এখন সর্বনাশা ব্যাপ্তিতে মত্ত।
এই অন্ধকারের ওপারে পাবো কি আলোর ঠিকানা?
পাবো কি জ্যোতির্ময় অন্য পথে চলার নিশানা?
বন্ধু, আপনি কি জেনেছেন এমন দিনের শেষ কোথায়?
পৃথিবী কবে মুক্ত হবে, মানুষ কবে মুক্তি পাবে?
হিংস্রতার ওপারে জ্বলবে মৈত্রীর উজ্জ্বল আলো,
আবার অনুভবে জানবো মানুষ মানুষের জন্য,
পূর্ণতায় বিকশিত হবে মানুষের দুর্লভ অমৃত সাধনা!

কাজরী,
১৯ নভেম্বর, ২০১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: