শাশ্বত
© সুনীতি দেবনাথ
এ কেমন উদাসী হলুদ সন্ধ্যা
বিকেলে মুসড়ানো ফুলের গন্ধে,
হৈমন্তী বিকেল উদাস হয়
মৎস্যগন্ধা নদীটির তীরে।
দুটি কাক শুধু হাহাকার করে
একেলা উড়ে যায় কোথায়?
এমন সন্ধ্যায় কুয়াশায় মোড়া
আবছা চাঁদ কাতর চোখে চায়,
শঙ্খচিল একা কাঁদে আকাশে।
গাঙুরের জলে আজো একাকী
বিষণ্ণ ভেলায় অন্ধকারে ভাসে
মৃত লখাই নিয়ে নবোঢ়া বেহুলা।
হলুদ দিন অবসাদে কোথায় হারায়,
কিছু কিছু স্থিরচিত্র হারায় না মোটে
পটছবি হয় শুধু নীল বেদনার রঙে।
কাজরী,
২৬ ডিসেম্বর, ২০১৫
0 comments: