জলআয়না
© সুনীতি দেবনাথ
দরজা জানালা সব খুলে দেখলাম
চারপাশে কুয়াশার মত অন্ধকার —
অলৌকিক এক জলআয়না দুলছে,
তীব্বতী নীলগাইয়ের পুচ্ছ তাড়নায়
পাহাড় চূড়া থেকে ছলকে উপত্যকা
পেরিয়ে ছুটে চলেছে আকাশের পথে।
অদ্ভুত চক্রাবর্তে আশ্চর্য অন্ধকারে
বোধের জগতে অতীত বর্তমানকে
কোনও এক ভিয়েনে মিলিয়ে মিশিয়ে—
নক্ষত্রের নীল আলোয় জারিত করা।
চেতনার দুরন্ত প্রবাহে চলমান
ক্রান্তিকালের আভা ছাড়া কিছুই নয়।
কাজরী,
১৭ জানুয়ারি, ২০১৬
0 comments: