মাথুর
© সুনীতি দেবনাথ
যব মাধব গেল মথুরাপুর হায়!
রাধিকা ভইল বাবরী পরাণ সখি!
চির বিরহিণী ব্যাকুল নারী চিত্রপটে লেখা
কাল কালান্তরের পথে একেলা বাতায়নে
উদাসিনী সর্বত্যাগিনী একতানমনা
প্রিয় পথ চাহি।
মাধব, তুঁহু বিন জীবন ভইল শূনা।
হে পরম, তুঁহু মম একহি কামনা ।।
কাজরী,
২১ জানুয়ারি, ২০১৬
0 comments: