একটি শিশু ও ঈশ্বর
© সুনীতি দেবনাথ
একটি শিশু জন্ম নিলো।
এরপর—
নধর পুঁইডগার মত বাড়তে লাগলো,
হাসতে লাগলো কাঁদতে লাগলো আর
হাত দু'টি মুঠো করে শূন্যে ছুড়ে
ঈশ্বরকে চ্যালেঞ্জ জানাতে চাইলো।
কারণ —
ঈশ্বর পৃথিবী ও মানুষ সৃষ্টি করেন —
সুন্দর পৃথিবী নষ্ট করে মানুষ,
নষ্ট মানুষ সৃষ্টি করেন কেন ঈশ্বর?
নষ্ট পৃথিবীতে আমি থাকবো কেন?
হে ঈশ্বর, তোমার ক্ষমতা এতো সীমিত!
ঈশ্বরের পৃথিবীতে শিশু হত্যা কেন?
কাজরী,
১৬ জানুয়ারি, ২০১৬
0 comments: