স্বপ্নে আগামী
এ মাটি সোনাঝরা, বাতাস মধুময়,
নদী সব স্বচ্ছতোয়া, আকাশ স্বপ্নে নীল,
অরণ্যে সবুজ হিল্লোল, কল্লোলে কলমন্দ্রে
সমুদ্র গায় মুক্ত মানবের বিজয় গাথা .....
আমার স্বপ্নের আগামী পৃথিবী! আহা!
লেখা-লেখি
১:৫০:০০ PM কবিতা 0 Comments
আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...
0 comments: