লেখা-লেখি

তোমাকেই ভালোবাসি

১:২৪:০০ PM 0 Comments





© সুনীতি দেবনাথ

এখানে এই গ্রহে ধ্বংস যদি আসে,
ইস্রাফিলের সেই শিঙা বেজেই ওঠে,
আমি একা বলে যাবো আমি ভালোবাসি
তোমাকেই হে নীলগ্রহ শুধু তোমাকে।
পুনর্জন্ম যদি হয় তোমার পৃথিবী,
আমারও যেনো জন্ম হয় আবারও
তোমার কোলে, তোমার সবুজের ছায়,
তোমার ধূলায় ধুসরিত হতে চাই
একবার নয় বারবার হে ধরিত্রী!

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: