এখন
উন্মাদ আগুনটা জ্বলছে আজ
পৃথিবীর সব ঘাটে বাটে,
মত্ত হয়ে খেলছে নৃশংস কিছু প্রাণী
এদের মানুষ বলা যায় না —
মানুষের খোলশে নিপাট নরপশু।
লেখা-লেখি
১:৫৮:০০ PM কবিতা 0 Comments
আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...
0 comments: