লেখা-লেখি

সব ছিলো

৮:২২:০০ PM 0 Comments










© সুনীতি দেবনাথ

আমার একটা দুর্গম পর্বত ছিলো
আমার একটা ছিলো ঝড়ো সমুদ্র,
আরো ছিলো মাতাল সব নদী।
উন্মাদ অরণ্য ছিলো বিস্তারিত
সবুজের পাগলা মাতলামি ছিলো,
পলি মাটির আস্তরে ফসলের
আঁকিবুকি ছড়ানো ছেটানো ছিলো।

আমার মাটি ছিলো তেপান্তরী
মানুষ ছিলো অনেক অনেক,
ভালোবাসার পেখম মেলা বুক
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিলো।
 লুটেরাবাহিনী সবকিছু লুটে নিলো,
শূন্য হয়ে  শূন্যে ভাসি এখন আমি।

কাজরী,
২৫ ডিসেম্বর, ২০১৫







SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: