ফেরা হয় না
© সুনীতি দেবনাথ
তাঁকে বলেছিলাম একদিন
আসবই ফিরে তোমার কাছে।
হলো না ফেরা আর কোনদিন —
সামনে গেলে পেছনে যায় না ফেরা।
নদী, তোমার কাছে হলো না ফেরা
যেভাবে পারিনি ফিরতে হৈমন্তী বিকেলে
সে নারীর কাছে যিনি পথ চেয়ে
উতলা ছিলেন কত কত কাল
বুকে তাঁরো এক নদী বহমান ছিলো
নাম তার ভালবাসা নাকি করুণা,
তাঁকে যে কোনদিন ডেকেছি বলে মা।
কত পথ হাঁটা হলো কতদিন পার হলো
যে পথে চলেছি তার নিশানা হারালো,
ছোট ছোট ছায়াছবি আজো ভাসে
দু 'চোখের অতলে নীরব ঢেউ তুলে।
কত কথা দেয়া হয়েছিল একদিন
কথা রাখা বিষম কঠিন না বুঝেই
তাই ফেরা হয় না নদী বা মায়ের কাছে,
বেদনা শুধু আরেক নদী হয়ে যায়।
কাজরী,
২১ ডিসেম্বর, ২০১৫
0 comments: