লেখা-লেখি

শরৎ এলো

১০:০৯:০০ PM 0 Comments
















© সুনীতি দেবনাথ

শেষ রাত্রির ক্লান্ত প্রহরে একলা ঠাণ্ডা চাঁদ
শীতল হাতে ছড়িয়ে দেয় সোহাগী ম্লান জ্যোৎস্না
নিরালা নদীচরে হু হু প্রান্তরে সারাটি চরাচরে।
প্রৌঢ়া পৃথিবী শ্লথ শরীরে আড়মোড়া ভেঙ্গে
বিবশ শরীরে পাশ ফিরে চোখ বুজে।
হঠাৎ মৃদু শীতল দমকা বাতাসে শিশিরে ভেজা
এক দঙ্গল শিউলির নরম গন্ধ ঝাপটা মারে।
চমকে তাকায় পৃথিবী নরম সোনালি আলোর ঘটা,
ভেজা কুয়াশায় ঘাসের ডগায় মুক্তোবিন্দু হাসে,
নদীর চরে গুচ্ছ সাদা কাশ মত্ত বাতাসে দোলে
আকাশে নীলের মহিমা হারায় স্তরে স্তরে সাদা মেঘে।
জল বর্ষাণো ক্লান্ত বর্ষা শেষে শরৎ আসে স্নিগ্ধ হেসে।

কাজরী,
২৩ জুলাই, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: