লেখা-লেখি

নক্ষত্র

৩:০৩:০০ AM 0 Comments















© সুনীতি দেবনাথ

মহাকাশ থেকে কোন মহতী লগ্নে
সবচেয়ে উজ্জ্বল একটি নক্ষত্রের
পতন হয়েছিল সেদিন ভারত মহাসাগরে,
দুরন্ত তরঙ্গে আন্দোলিত হয়ে নক্ষত্রটি
ভেসে ভেসে এসে থামলো রামেশ্বরমে!
ভারত জননী উল্লসিত হৃদয়ে
কোলে তুলে নিলেন তাকে
বিস্ময়ে তাকালেন তার দিকে —
এ যে দেখি পরম রতন মানব শিশু!

সেই শিশু দিনে দিনে বেড়ে উঠলো
এতোখানি বড়,  দুহাতে আকাশ ছুঁয়ে নেয়,
স্বপ্ন দেখে আর স্বপ্নের ফোয়ারা ছড়ায়
সারাটি দেশে দেশ পেরিয়ে সারা বিশ্বে।
বিশ্ববাসী জেনে গেল ঐ মহামানব
নক্ষত্রের মতো উজ্জ্বল,  ভারত সন্তান।
আমরা আশ্বস্ত হয়েছি বিশ্বস্ত হয়েছি
জেনেছি আকাশ জয়ী বিজ্ঞানী
মহান মানব তিনি মিসাইল ম্যান!

আকাশ ছোঁয়া মানুষটি পরিশুদ্ধ অস্তিত্বে,
তিনি সকল ধর্মের সীমানা পেরিয়ে
সর্বশ্রেষ্ঠ প্রকাশ মহান মানবাত্মার,
কোন গণ্ডিরেখা তাঁকে সীমায় সীমিত করেনি,
ভারত রত্ন বা প্রেসিডেন্টের আসন
বড় ছোট ছিল
বিশাল ব্যাপ্তির মানুষটির জন্য।
আজ আবার নক্ষত্র পতনের দিন,
আজ তিনি চলে গেলেন দেশের,
পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোন মহাশূন্যে!
আর সবচেয়ে বিস্ময়ের ব্যাপার
ভারতবর্ষ আজ জানিয়ে দিল
হাজারো বিভেদ আর বৈচিত্র্যের মাঝেও
এই দেশ অন্তরে সংহতির মহিমায় এক।
আর এ ঐক্যের ঐকতান সৃস্টিতে বুঝি
অগ্নিহোত্রী আলোকদীপ্ত নক্ষত্র কালাম।
হে নক্ষত্র মানব কালাম, আমরা সবাই,
সব ভারতবাসী তোমার যাত্রাপথকে
চোখের জলে ধুয়ে দিতে চাই আজ!

কাজরী,
২৭ জুলাই, ২০১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: