লেখা-লেখি

চিরন্তন

২:১৭:০০ PM 0 Comments















© সুনীতি দেবনাথ

মানুষ আর পশুর ফারাক কতটুকু —
পশুর আগাপাশতলা সবটুকুই পশুত্ব
পোষাকে মুখোশে ঢাকা মানুষ অন্তরে
নিখাদ চতুর নিষ্ঠুর ইতিহাস বলে।
মুখোশ পরে পশু কোনদিন আক্রমণ করে না
মানুষ কোনদিন মুখোশের বাইরে বেরোতে পারে না
ফারাকটা এখানটায়।
খাদ্য খাদকের বাইরে পশুর অন্য শর্ত নেই,
মানুষ তার বাইরে আরও চায়
চায় মানুষের আত্মাকে পদদলিত করতে
তারপর দুমড়ে মুচড়ে অট্টহাসিতে ফেটে পড়তে,
চায় অন্ধকারে আর সব মানুষকে বেঁধে রাখতে।
ইতিহাস এইতো বলে —
এও বলে মানুষ যেটাকে যুদ্ধ বলে
একদিন সেটাকে বলতো সন্ত্রাসবাদ।
আজ যুদ্ধ আর সন্ত্রাসবাদ কি সমান নয়?
কি বলবে আগামীর ইতিহাস?
কি বলবে মানুষের মানবতা?

কাজরী,
৩ জুলাই, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: