লেখা-লেখি

অন্য নদী অন্য কথা

১১:২০:০০ PM 0 Comments











©  সুনীতি দেবনাথ

অতঃপর সন্ধ্যা চলে গেলো
অন্ধকারের একলা পথ ধরে
ঝোপঝাড়ে জোনাকি আলো
মিটিমিটি ওড়াওড়ি করে শুধু
টুপটাপ শিশিরবিন্দুর মতন।

খোলা জানালায় একান্তে আমি
তারাদের জলভরা চোখ খুঁজি,
আমার নীরব অশ্রু আর
তারার অশ্রু দিয়ে গড়ে নিতে চাই
পৃথিবীরর স্বপ্নগন্ধা একক নদীটি।

নদী মধুমতী চলে  দোলে
জল ছলছল আঁচল উড়িয়ে
অলৌকিক প্রান্তরে লৌকিক জীবনে,
শুধু আঁজলা ভরা স্ফটিক জলে
স্বপ্নের ভাঙ্গা কুচি টুকরো দেখা যায়।

এ নদী পারাপার বড়ই কঠিন—
কূলে তার হাজার নিস্ফল প্রাণ
কাতারে কাতারে ফিসফিস করে,
শীতল আবহে শেষ রাত্রির প্রহরে
টুপটাপ তারারা ডুব দিয়ে স্নান করে।

কাজরী,
২৮ ফেব্রুয়ারি, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: