লেখা-লেখি

ডুব দেবো আবার

১২:০৯:০০ PM 0 Comments


© সুনীতি দেবনাথ


সুস্থিতির সুচ্ছায় প্রান্তিকে স্বচ্ছ জলে ডুব ডুব! 
হে স্বর্গীয় দ্যুতির হিরণ্ময় পক্ষী পানকৌড়ি দাও ডুব! 
মগ্নতার এই স্তব্ধ চরাচরে ডুব দাও জেগে ওঠো বারবার মৌন অনুভবে, 
চৈতন্যের এই প্রকাশ জাগিয়ে তোলে আমার সাথে তোমাকে —
পরমের অনুভব ব্যক্ত করো ব্যাপ্ত করো নতুন প্রকাশে, 
ডুব ডুব চিরন্তন ডুব,  অতলের সুগভীর তল থেকে খুঁজে আনো—
বাস্তব পরাবাস্তবের সুগভীর অতল থেকে টেনে আনো, 
অন্তর আত্মার আর্ত ক্রন্দনধ্বনির সাথে জীবনের নতুন উপকূলে
জেগে ওঠার,  আবার শুরুর প্রাণীত অভিযাত্রা 
তোমার আমার। 
ডুব দাও ডুব দিই এই অনন্ত জলে !



চেন্নাই,
১৭ এপ্রিল, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: