এখন সময় যুদ্ধের
এখন সময় যুদ্ধের
© সুনীতি দেবনাথ[ বাংলদেশের প্রতিবাদী কবি হেলাল হাফিজকে স্মরণে রেখে ]
এখন সময় যুদ্ধের
যৌবন সুরক্ষা দাও তোমার পূর্বজের
তোমাকে একদিন এরা নরম পালকে ঢেকেছিল
খুঁটে খুঁজে শস্যদানা তোমার ক্ষুধার্ত মুখে দিয়েছিল
আগুন পাখি হয়ে সব আগুনে ঝাঁপিয়ে শিখিয়েছে
কিভাবে আকাশে উড়াল দিতে হয় দুরন্ত সময়ে।
তোমার পূর্বজ আগ্নেয়াস্ত্র হাতে দৃপ্ত চোখে স্বপ্নের,
তোমার জন্য অনোখা সব স্বপ্নের চারাগাছ বুনেছিলো।
শৈশব তোমার শৈল্পিক কৌশলে স্বপ্ন বৃক্ষের শাখায়
ওড়াওড়ি করে হেলাল হাফিজের কবিতার কথা
বলে বলে শুনে শুনে মাতাল রক্তের ঢেউ ও অগ্নি উত্তাপে
যৌবনে এক একজন হেলাল হাফিজ হতে চেয়েছিলো।
এখন যুদ্ধের সময় আরেক যুদ্ধের কঠিন সময়
হিম শীতল জংধরা বন্দুক হাতে তোলার সময়,
হেলাল হাফিজের বুকে ক্ষয় ঝাপসা দৃষ্টি চোখ,
নিঃসঙ্গ একাকী কক্ষে রোগার্ত শয্যায় শুয়ে
ঝাপসা চোখে জানালায় উঁকি দেয়া বিবর্ণ আকাশে
তাকিয়ে তাকিয়ে পুরনো পুঁথির পাতা শুধু উল্টে যাওয়া,
কান পেতে থাকা যৌবনের দামাল পদধ্বনি শোনা যায় কিনা!
আর ভেবে চলা যে জলে আগুন জ্বলে ঢেউ ওঠে কিনা?
কাজরী,
১২ জুন, ২০১৬
0 comments: