লেখা-লেখি

কথা দিলাম

৮:০৩:০০ PM 0 Comments
















কথা দিলাম 

© সুনীতি দেবনাথ


এই বৃষ্টি ভেজা বৃক্ষের পাতা
এখনো ঝরছে   টুপটাপ জল —
উল্লসিত প্রাণের অমিয় ধারাস্রোত।
নদীটির নাম জানি না ফুঁসছে
ফোঁস ফোঁস দেমাকি চলন,
তরঙ্গে বাজে গম্ভীরা বজ্র মাদল!
কথা দিলাম এখানেই একদিন
ফিরে আসবোই এই নদীর কাছে,
এই বৃক্ষের ছায়ায় আসবোই।
হয়তো সেদিন ঝরা পাতার শীত
নয়তো কিশলয়ের নবীন বসন্ত
হতে পারে দহন জ্বালার গ্রীষ্ম—
কাজল মেঘের বরিষণ নাইবা থাক,
তবু কথা দিলাম আসবোই ফিরে।
এখানে স্বপ্নেরা ঘুমিয়ে স্বপ্ন দেখে,
জাগাবো বলে আসবো কথা দিলাম।

কাজরী,
২৩ জুন, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: