লেখা-লেখি

ক্লান্তি

৪:৫৮:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ

দুপুরের খরতাপও শেষ
ছায়া ছায়া অপরাহ্ন
ক্লান্তির ডানা ঝাপটায়
নীরবতা একাকীত্ব বিষাদে বিলীন
দুচোখের কোলে কালো ছোপ
তবু ওষ্ঠে গোধূলির সোনা কুচি
এখনো চিলিক দেয়
বিকেলের শেষ আলো ক্লান্ত
বকের উড়ন্ত সারিতে লুকোচুরি খেলে
অনামিকা
এই অশোক তরুর তলে বসে
দুজনে মিলে কবিতা পড়ি চলো
নাহয় তোমার গলায় শুনি
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু...
আর হঠাৎ ঝরা দু ' ফোঁটা অশ্রু
গোপনে মুছি অপরাহ্নিক আঁচলে

কাজরী,
২ মে, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: