লেখা-লেখি

মহাপ্রলয় শেষে

৭:১৬:০০ PM 0 Comments















© সুনীতি দেবনাথ

অহল্যাভূমিতে সূূর্যসৈনিকেরা ঘুুুমিয়ে পড়লে
সবকিছু অন্যরকম হয় একদম অন্যরকম
দশদিক কাঁপিয়ে ঘুমন্ত আগ্নেয়গিরি জাগে
প্রলয় প্রস্তুতি নিয়ে
সব নয় কোন কোন কবি আমার রক্তে
আগ্নেয় প্রবাহ তোলেন আমি দুমড়ে মুচড়ে যাই
কোন নদী ফোঁসে ওঠে দুর্বহ আবহে
মরুভূমি কেঁপে ওঠে বালির তরঙ্গে
অরণ্য পত্রহীন স্তব্ধ হয়ে যায়
আকাশে মেঘবালাদের চোখে জ্বলে আগুন
স্বপ্নের বৃষ্টিঝারি আগুনের ফুলকি ছড়ায়
পৃথিবী কাঁপে অজানা প্রলয় আশংকায়
ত্রাসে স্তব্ধ সারাটা দুনিয়া
শিশুরাও শত্রু হয়ে ওঠে দুরন্ত পিশাচের
তখন মহাপ্রলয় চাই
ধ্বংসের অগ্নিকুণ্ডে শান্তিবারির সিঞ্চন চাই

কাজরী,
২৭ ফেব্রুয়ারি, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: