লেখা-লেখি

বসন্ত সমাগত দ্বারে

৬:০৭:০০ PM 0 Comments








© সুনীতি দেবনাথ

বারবার বহুবার আমার প্রান্তরে
রোদ বৃষ্টি কুয়াশার খেলা দেখেছি
পেছনে ছায়ার আঁচল উড়িয়ে
পশ্চিমে রোদ ঢলে পড়ে প্রতিদিন
প্রতিদিন ভাবি নতুন কবিতার স্রোতে
ডুবে যাবো হারিয়ে যাবো হয় না তা
কবিতা গোপনে লুকোচুরি খেলে চলে
শেষ শীতের কুয়াশার চাদরের আড়ালে
আরতো কুয়াশা নেই বসন্ত সমাগত দ্বারে
বিকেল খুলে দেখি  বিদ্যুৎ চমকে
এক পশলা বৃষ্টিও নামে ঝড়ের সওয়ার হয়ে
তারপর সন্ধ্যা নামে শীতল মধুর আবহে
মৃদুল বাতাসে অন্ধকার কাঁপে তিরতির

কাজরী,
২৬ ফেব্রুয়ারি, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: