লেখা-লেখি

সেমিটারি

৬:১২:০০ PM 0 Comments







© সুনীতি দেবনাথ

 দেবদারু পাইন ইউক্যালিপটাস গাছের সারি পেরিয়ে
পিচ করা পথটি বিশাল দীর্ঘকায় পাইথনের মত
এঁকেবেঁঁকে  চলে গেছে পাহাড়ের বাঁকে বাঁকে
মনে হয় সাপটা অসাড় ঘুমে আচ্ছন্ন
এও মনে হয় ঝিমুচ্ছে মাঝেমাঝে বুঝি একটু নড়ছে
তারপর দুপাশে সেমিটারির বিস্তারিত বিষাদে
স্তব্ধ হয়ে নেতিয়ে পড়েছে হায়
এ কেমন সেমিটারি যার শুরু আছে শেষ নেই
আবছা সান্ধ্যকালীন ব্যথিত অন্ধকারে
পথ তবুও চলেছে সীমাহীনতার সীমানার দিকে
হঠাৎ একঝাঁক লাল মুনিয়ার মত যেন ডানা ঝাপটে ওপাশের আরেক পথে কলকল ছলছল
লাল ইউনিফর্ম পিঠে ব্যাগ মেয়েরা ঝর্ণা হয়ে নামলো
মিশনারী স্কুলের মেয়েরা যাবে
রেসিডেন্টসিয়াল হোস্টেলে
এখানে দুপাশে তেপান্তরী সেমিটারির
মাঝখান দিয়ে প্রায়ান্ধকার সন্ধ্যায়
সো সো বাতাসে গা ছমছম করে
হঠাৎ কলোচ্ছ্বাস থেমে যায় তারপর
যেন ভয়ংকর ভয়কে তাড়াতে তারস্বরে
কচি কোমল কণ্ঠে গান গেয়ে ওঠে ওরা
নিত্য দিনের দিনলিপি কিশোরী কন্যাদের
আধবোজা চোখে দুপাশে তাকায় কী বিস্মযে
কাফনে আচ্ছাদিত শবদেহ সব কফিনে শায়িত
যুগ যুগ ধরে ওরা ঘুমিয়ে চলেছে অবিরাম
তারপর মাটিতে মিশে মাটি হয়ে গেছে
জন্ম মৃত্যু স্তরে স্তরে পৃথিবীর বুকে খেলে চলেছে
দিনরাত্রি রাতদিন চিরায়ত সময়ের বুকে
সেমিটারি  ডুবে যায় জীবনের অনিবার্য স্রোতে
জীবনের ক্রীড়াক্ষেত্র একদিন মৃত্যুুর বিষাক্ত বিষে
দিগন্ত জোড়া ভয়ঙ্কর সেমিটারি হয়ে যায়
জীবন্ত মানুষেরা মৃত্যুর অঙ্গীকারাবদ্ধ হয়ে
মৃত্যু অভিমুখে চলে পৃথিবীকে সেমিটারি বানায়
বিশাল পৃথিবী মহামানবের যাত্রায়
সুবিশাল সেমিটারি

কাজরী,
২৪ ডিসেম্বর, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: